Header Ads

Header ADS

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

Photo


ক্রিকেট খেলা আমার প্রিয় একটি খেলা। যদিও অন্য সব খেলা আমি খেলিছি। যেমন- ফুটবল, হাডুডু,সাতছারা, ধারিয়াবান্ধা,বলিবল,বেটমিনটন ইত্যাদি। তবু ক্রিকেট আমার ভাল লাগে।যদিও আমার প্রথম খেলা ছিলা না ক্রিকেট। ক্রিকেট বুঝ হবার পর প্রায় ক্লাস ফাইব-সিক্স থেকে শুরু করি। সাল টা ২০০৪/৫  হবে। তখন বাংলাদেশ তেমন ভালো খেলত না। শুধু খেলা জিম্বাবু আর কেনিয়ার ক্রিকেট টিমের সাথে। মাঝে-মাঝে হেরে যেত। কারণ কারও উপর ভরসা করার মত তেমন খেলোয়ার ছিল না। তবে হবিবুল বসার,খালেদ মাসুদ, আফতাব আহমদ, বেলুন, শেষ দিকে ছিল রফিক। তবু বাংলাদেশের খেলা মানে ছিল ভাল লাগা। বাংলাদেশের খেলা মানে দেখতে হবে। নিজেদের ছিল না কোন টিভি। যার কারণে তখন ভরশা ছিল রেড়িও।যদিও মাঝে-মাঝে দেখার জন্য কারো ঘরে বা দোকানে চলে যেতাম। খেলা হলে খানা পিনা সব ভুলে যেতাম। এভাবে খেলার প্রতি দিন দিন আগ্রহ আরও বেড়ে যায়। এক সময় তো স্বপ্ন দেখাও শুরু হয় যে বড় হলে ক্রিকেটার হব। কিন্তু জীবেন যুদ্ধে ধীরে ধীরে সব কিছু হারিয়ে যায়। শুধু থেকে যায় কিছু স্মৃতি! বাদ এখন জীবনের গল্প। এখন ক্রিকেট খেলাও হয়না। তেমন একটা দেখাও হয়না। যদি না কোন গুরুত্বপূর্ণ ম্যাচ না হয়। তবে বিশ্বকাপ আসলে আবার বাদ যায় না তেমন কোন ম্যাচ।যেমন এবারের বিশ্বকাপ। প্রায় সব গুলো ম্যাচ দেখা হয়েছে দুই একটা বাদে। কারণ এবার একটু ব্যস্ততা কম ছিল। তবে এবারে বিশ্বকাপ টা একটু ভিন্ন হবে সেটা প্রথম থেকে কিছুটা আছ করা গেছে। কারণ প্রথম থেকে ইংলেন্ড, নিউজিলেন্ড, ওয়েস্টইন্ডিজ যে ভাবে খেলেছে বলার বাহিরে। কিন্তু মাঝ পথে এসে সব খেলার মোড় একে বারে ঘুরে যায়।একে একে বাদ পড়ে এশিয়ার সব দল। এবার এশিয়ার মধ্যে বাংলাদেশ সেমিতে যাবে এটা অনেকটা নিশ্চিত বলা যেতে পারে। তবে তাও হলো না। এরপর পাকিস্তানের প্রথমে আসা না থাকলেও শেষে একটু জিয়ে রেখেছিল। তবু পারল না। তবে ইন্ডিয়া তো নিশ্চিত বলা যায় এবার কাপ নেওয়ার মত যোগ্য ছিল। বলে-বেটে তারা ছিল এবার পরিপূন। কিন্তু শেষ পযর্ন্ত তারা পারল না। নিউজিলেন্ডের কাছে সেমিতে হেরে যায়। তবে এই বিশ্বকাপে ইন্ডিয়ার কিছু অহঙ্কারের কারণে তাদের সাপোর্ট কমে যায়।প্রতি বার দেখতাম এশিয়ার কোন দল বাদ পড়লে, যারা শেষ পযর্ন্ত থাকে সবাই তাদের সমর্থ করে। কিন্তু এই বিশ্বকাপ দেখলাম তার সব উল্টো।বরং দেখলাম এবার ইন্ডিয়া হারাতে সবাই আরো ঈদ মোবারক পালন করছে। সামাজিক যোগাযোগ সাইটে তো দুই তিন দিন আর কোন নিউজ ছিল না। শুধু ইন্ডিায়া আর ইন্ডিয়া। এরপর অস্টেলিয়াকে হারিয়ে ফাইনালে চলে গেছে ইংলেন্ড। তার মানে ফাইনালের দুইটি দলই প্রথম রাওন্ডে এই দুই দলের কাছে হেরেছিল। কিন্তু সেমিতে এসে দুই দল তাদের প্রতিশদ পুরন করে কাঙ্কিত লক্ষ্যে পৌছে গেছে। ১৪ তারিখ মানে আগামি কাল ফাইনালের মুখা মুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দুই দলের কেউ আর বিশ্বকাপ নিতে পারেনি।যার ফলে বলা যায় এভারের বিশ্বকাপ হলো একটি ভিন্ন ধরনে বিশ্বকাপ। সব শেষে ফাইনাল দেখার শুভেচ্ছা রেখে এখানে ইতি টানলাম।

See some photo #cwc19 ........
Photo

Photo

Photo

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.