Header Ads

Header ADS

রঙ বসন্ত

রঙ বসন্ত

কাজী ফাতেমা ছবি


বারো মাসই রঙ বসন্ত
মনে আমার দোলে
মত্ত থাকি সুবাস নিয়ে
রঙ বেরঙের ফুলে।

এই যে আমার রঙ বসন্ত

মনের উপর বসে
খেলছে নিত্য সুখের খেলা
আহা রঙ্গে রসে।

ঝরা পাতার দিনগুলো এই
ভালো লাগে বড়
গাছের তলায় লাল কমলা
পাতা হলো জড়!

পাতার উপর পা ফেলে যে
মর্মর গানে হারাই
রঙ ছুঁতে ঐ আকাশ'টাতে
অনর্থক হাত বাড়াই।

রঙ বসন্ত মনের ভিতর
আঁকুপাঁকু খেলে
কেমন যেনো মিষ্টি হাওয়ায়
সুখে আমার ফেলে।

দিনগুলো এই ভাল লাগার
রঙ বসন্ত মনে
এই যে তুমি এসে কাঁপাও
প্রেমের শিহরণে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.