Header Ads

Header ADS

NU তে ২০১৯-২০ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি !

                     NU তে ২০১৯-২০ সেশনের ভর্তির বিজ্ঞপ্তি !

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী ১ তারিখ হতে ১৫ তারিখ পযর্ন্ত ২০১৯-২০ সেশনের অনলাইনে ভর্তির সময় দিয়েছে । ২৬ তারিখ কলেজে পিন্ট কপি জমা দেওয়ার শেষ সময় । এতো হাজার-হাজার ছাত্র-ছাত্রী ভর্তি হবে তাও মাত্র ১৫ দিনের মধ্যে ! এর মধ্যে আজ দুই দিন হয়ে গেলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইটে প্রবেশ করা যাচ্ছে না ।
                                         Pic NU

যেটা কে আরেক ডিজিটাল যন্ত্রণা বলা যায়! সব কিছু এতো সহজ করে হাতের মুঠোই নিয়ে আনা হলো কিন্তু সঠিক সময় তার কাজ হচ্ছে না । তাহলে এটা কে সহজ বলে নাকি যন্ত্রের যন্ত্রণা বলে! ছাত্র-ছাত্রীরা দোকানে দুই দিন এসে ঘুরে গেলো, কিন্তু এক বা দুই জন ছাড়া আর কারো ফরম পুরণ করা সম্ভব হয়নি । অনেকে তো অভিভাবক সহ এসে সব কাজ ফেলে ঘন্টার পর ঘন্টা বসে আছে দোকান গুলোতে কিন্তু কিজের কাজ কিছুই হলো ।উল্টো হতাশ হয়ে একটা ক্ষুবের গালি দেওয়ার মাধ্যমে বিদায় নিল! কেন এতো বিড়াম্বনা! জাতীয় বিশ্ববিদ্যালয়ের কি সেটা জানা আছে! আর এতো অল্প সময় দিলে তো সার্ভারের সমস্যা এমনিতে আরো বাড়বে । কারণ প্রতিদিন কত জন ফরম নেওয়ার চেষ্টা করতেছে সারা দেশ থেকে তার কি হিসাব আছে! এরপর প্রতিদিন হাজারো ছাত্র -ছাত্রী বিভিন্ন প্রয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইটে প্রবেশ করে । এই  সার্ভার সমস্যার কারণে নাকি অনেকে আবার মাস্টার্সের ভর্তির ফরমও পুরণ করতে পারেনি। আর এ সমস্যা শুদু এবার নয় তবুও কেন এটার প্রতি কোন গুরুত্ব নেই! সুতরাং এ সব বিষয় মাথায় রেখে তো কোন নোটিশ দেওযা দরকার । তাই নয় কি!  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.